Image Source: Freepik

জিভের ফোড়া শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের লক্ষণ।

Image Source: Freepik

অনেক ক্ষেত্রেই এটি নিজে থেকে সেরে যায়। কিন্তু যতদিন থাকে, ততদিন বেশ ভোগায়।

Image Source: Freepik

বেকিং সোডার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এই ব্যথা কমায়।

Image Source: Freepik

এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা গুলে ভাল করে কুলকুচি করে নিন।

Image Source: Freepik

এছাড়াও, বেকিং সোডার পেস্ট দিনে ৩ বার জিভে ফোড়ার উপর লাগাতে পারেন।

Image Source: Freepik

নুনও ফোড়ার যন্ত্রণা থেকে রেহাই দেয়। এক কাপ জলে এক চা চামচ নুন গুলে কুলকুচি করে নিন।

Image Source: Freepik

নারকেল তেলও ফোড়ার যন্ত্রণা থেকে রেহাই দেবে। একটি তুলোয় অল্প তেল নিয়ে ফোড়ায় লাগাতে হবে।

Image Source: Freepik

ফোড়ার উপর বরফ ধরে রাখতে পারেন। এতেও ব্য়থা থেকে রেহাই পাওয়া যায়।

Image Source: Freepik

নিয়মিত দই খেলে ফোড়ার আশঙ্কা কমানো যেতে পারে।

Image Source: Freepik

ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে এই ধরনের সংক্রমণ হয়। তাই ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন দুধ, মাছ, ডিম বেশি করে খেতে হবে।