Image Source: Freepik

জিভের ফোড়া শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের লক্ষণ।

Image Source: Freepik

অনেক ক্ষেত্রেই এটি নিজে থেকে সেরে যায়। কিন্তু যতদিন থাকে, ততদিন বেশ ভোগায়।

Image Source: Freepik

বেকিং সোডার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এই ব্যথা কমায়।

Image Source: Freepik

এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা গুলে ভাল করে কুলকুচি করে নিন।

Image Source: Freepik

এছাড়াও, বেকিং সোডার পেস্ট দিনে ৩ বার জিভে ফোড়ার উপর লাগাতে পারেন।

Image Source: Freepik

নুনও ফোড়ার যন্ত্রণা থেকে রেহাই দেয়। এক কাপ জলে এক চা চামচ নুন গুলে কুলকুচি করে নিন।

Image Source: Freepik

নারকেল তেলও ফোড়ার যন্ত্রণা থেকে রেহাই দেবে। একটি তুলোয় অল্প তেল নিয়ে ফোড়ায় লাগাতে হবে।

Image Source: Freepik

ফোড়ার উপর বরফ ধরে রাখতে পারেন। এতেও ব্য়থা থেকে রেহাই পাওয়া যায়।

Image Source: Freepik

নিয়মিত দই খেলে ফোড়ার আশঙ্কা কমানো যেতে পারে।

Image Source: Freepik

ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে এই ধরনের সংক্রমণ হয়। তাই ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন দুধ, মাছ, ডিম বেশি করে খেতে হবে।

Thanks for Reading. UP NEXT

সিনেমা হলের কোন আসনটি সবচেয়ে সেরা ?

View next story