মেনোপজের পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে মহিলাদের ?
Published by: ABP Ananda
Image Source: Freepik
এই সময়ের পর থেকেই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।
Image Source: Freepik
স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডা. সীমা শর্মা জানিয়েছেন যে মেনোপজের পর মহিলাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপর আরও যত্নবান হওয়া দরকার।
Image Source: Freepik
এই সময় মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা ব্যাপকভাবে কমে যায়।
Image Source: Freepik
এই হরমোন হৃদযন্ত্র সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ, এর অভাবে কোলেস্টেরল ও রক্তচাপ বাড়তে শুরু করে।
Image Source: Freepik
এতে ধমনির ভিতরে ব্লকেজের সম্ভাবনাও বেড়ে যায়। ৪৫-এর পরে পুরুষদের তুলনায় মহিলাদের রক্তবাহতে ব্লকেজের সম্ভাবনা তুলনায় বেশি থাকে, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গবেষণায় দেখা গিয়েছে।
Image Source: Freepik
আর এই কারণেই ৪৫ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
এই সময় মহিলাদের শরীরে ইস্ট্রোজেন কমে, টেস্টোস্টেরনের প্রভাব বাড়ে। এতে শরীরে মেদ জমা ও প্রক্রিয়াকরণের পদ্ধতি আমূল বদলে যায়, এতেই বাড়ে ঝুঁকি।
Image Source: Freepik
স্বাস্থ্যকর খাবার, দৈনিক ৩০ মিনিট শরীরচর্চা করা দরকার মেনোপজের পর।
Image Source: Freepik
সময়ে সময়ে রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করে নেওয়া দরকার।