দাঁত মাজন লাগালে কি ব্রণ সারে?

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে ব্রণর সমস্যায় প্রায় কমবেশি সকলেই সবাই জর্জরিত।

Image Source: pexels

লোকজন পিম্পল থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকে।

Image Source: pexels

দাঁত মাজন বা টুথপেস্ট লাগালে কি ব্রণ সেরে যায়?

Image Source: pexels

ব্রণর ওপর দাঁতের মাজন লাগালে, ব্রণ সারে বটে।

Image Source: pexels

এটি ব্রণ সারানোর দ্রুত এবং সহজ উপায় হিসাবে বিবেচিত হয়।

Image Source: pexels

কিন্তু এর এর লাভ, ক্ষতি দু'টোই রয়েছে।

Image Source: pexels

আসলে মাজনে বেকিং সোডা, মেন্থল এবং হাইড্রোজেন পেরোক্সাইডের মতো উপাদান থাকে যা ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে।

Image Source: pexels

এছাড়াও, অনেক সময় মাজন ব্রণ কমানোর বদলে আরও বাড়িয়ে দিতে পারে, এমনকী ত্বকে দাগও হতে পারে।

Image Source: pexels

মুখের ত্বকে মাজন ব্যবহার করলে আবার ত্বকও মারাত্মকভাবে শুষ্ক হয়ে যেতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।