গরম তেল হাতে
পড়া মানেই ফোস্কা


সঙ্গে সঙ্গে কী
করণীয় জানুন


প্রথমেই ঠান্ডা জলের
নীচে হাত রাখুন


তবে সরাসরি
বরফ ছোঁয়াবেন না


১০-১৫ মিনিট পর
পরিষ্কার করুন জায়গাটি


ঘষবেন না, জল দিয়ে
ধুয়ে নিতে পারেন


ফোস্কা ফাটাবেন না,
ঢিলে করে ব্যান্ডেজ বেঁধে দিন


অ্যান্টিবায়োটিক বা অ্যালোভেরা জেল
দিয়ে ড্রেসিং করুন রোজ


তবে ফোস্কা বড় হলে,
ভীষণ যন্ত্রণা হলে


অবশ্যই চিকিৎসককে দেখান,
তাঁর পরামর্শ মানুন