রাতে শোবার আগে জল খাওয়া ভাল ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

রাতে খাবার পর অল্প জল খেয়েই ঘুমান অনেকে।

Image Source: Freepik

পুষ্টিবিদ বলছেন যে রাতে শোবার আগে ঈষদুষ্ণ জল খাওয়া ভাল।

Image Source: Freepik

মানসিক চাপের কারণে অনেকের ঘুম হয় না।

Image Source: Freepik

এভাবে জল খেলে ঘুম ভাল হবে।

Image Source: Freepik

আবার জলের অভাবে পেশিতে টান ধরলে ঘুম আসবে না।

Image Source: Freepik

তাই ঘুমানোর আগে জল খেলে ঘুম ভাল হবার সম্ভাবনাই বেশি।

Image Source: Freepik

জল খেলে হজমও ভাল হয়।

Image Source: Freepik

ডিহাইড্রেশনের সমস্যার কারণে ঘুমে ব্যাঘাত হবে না জল খেয়ে শুলে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik