খাবার খাওয়ার পরেই জল খাওয়া অভ্যাস ? অজান্তেই বাসা বাঁধছে এই বিপদ

Published by: ABP Ananda
Image Source: pexels

প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদে জল খাওয়ার সময়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে।

Image Source: pexels

খাবার খাওয়ার সময় অল্প অল্প করে জল খাওয়া অমৃতের সমান মনে করা হয়।

Image Source: pexels

এই সময় জল খেলে তা খাবার গিলতে ও হজম করতে সাহায্য করে।

Image Source: pexels

কিন্তু খাবার খাওয়ার পরেই জল খাওয়া বিষের সমান বলে মনে করা হয়।

Image Source: pexels

খাবার খাওয়ার পরপরই জল পান করলে হজমের সমস্যা হতে পারে।

Image Source: pexels

বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত জলও পান করা ঠিক নয়।

Image Source: pexels

খাবার খাওয়ার পরপরই জল পান করলে হজম ঠিকমতো হয় না।

Image Source: pexels

যা থেকে পেট ফোলা বা পেটে গ্যাস জমার সমস্যাও হতে শুরু করে।

Image Source: pexels

আর এই হজম যথাযথ না হওয়ার কারণে বড় বিপদ আসতে পারে।

তথ্যসূত্র: এবিপি নিউজ

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels