পেটের এই দিকে ব্যথা ভুলেও অবহেলা করবেন না, কীসের ইঙ্গিত জানেন ?

Published by: ABP Ananda
Image Source: pexels

অস্বাস্থ্যকর খাবারের কারণে পেট ব্যথা এখন সাধারণ সমস্যা।

Image Source: pexels

এও পেট ব্যথার প্রধান কারণ হল মানুষ প্রায়শই এমন খাবার খায় যা পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে।

Image Source: pexels

পেটে কোন জায়গায় ব্যথা হলে তা বিপজ্জনক হতে পারে জানেন কি ?

Image Source: pexels

পেটের উপরের ডান দিকের অংশের ব্যথা মারাত্মক হতে পারে।

Image Source: pexels

যদি পেটের উপরের ডান দিকে একটানা ব্যথা হয় তবে এই সমস্যা গুরুতর হতে পারে।

Image Source: pexels

এই অংশে একটানা ব্যথা আপনার গলব্লাডারের সমস্যা নির্দেশ করতে পারে।

Image Source: pexels

এছাড়াও এখানে ব্যথার কারণ আপনার লিভারের সমস্যাও হতে পারে।

Image Source: pexels

পেটের উপরের অংশে তীব্র ব্যথা পিত্তথলির অবরুদ্ধ হওয়ার ইঙ্গিত হতে পারে।

Image Source: pexels

আবার অ্যাপেন্ডিসাইটিসের কারণেও এই ব্যথা হতে পারে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels