বিভিন্ন কারণে দাঁতের ক্ষতি হতে পারে, যার অন্যতম হল একাধিক পানীয়

Published by: ABP Ananda

লাগাতার রেড ওয়াইন পান করলে দাঁতের উপর দাগ হয়ে যায়, হোয়াইট ওয়ানের অ্যাসিড উপাদানের জন্য দাঁতের মারাত্মক ক্ষতি করে

Published by: ABP Ananda

শুধু স্বাস্থ্যই নয়, অ্যালকোহল পানের ক্ষতিকারক প্রভাব পড়তে পারে দাঁতের উপর

Published by: ABP Ananda

অ্যালকোহলের কারণে মুখ শুকিয়ে যেতে পারে, স্যালাইভার অভাবের জেরে দাঁতের ক্ষতি হয়

Published by: ABP Ananda

লাল চা এবং ব্ল্যাক কফির জন্য দাঁতে দাগ হয়ে যায়, এবং ধীরে ধীরে দাগের রং পরিবর্তন হয়ে যায়

Published by: ABP Ananda

ফল খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু ফলের রসে ক্ষতি হতে পারে দাঁতের

Published by: ABP Ananda

ফলের রসে থাকে অ্যাসিড উপাদান, তাই পান করার পর অবশ্যই ব্রাশ করতে হবে

Published by: ABP Ananda

বিভিন্ন চিনি মেশানো সফট ড্রিঙ্ক পান করা থেকে বিরত থাকাই ভাল

Published by: ABP Ananda

কোল্ড ড্রিঙ্ক প্রচুর পরিমাণে চিনি, যা দাঁতের এনামেলের ক্ষতি করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda