অনেকেই কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে জেল্লা বাড়ান চুলের তবে টাকা খরচ না করে যদি বেঁচে যাওয়া ভাত দিয়েই সেটা করতে পারেন? বেঁচে যাওয়া ভাত দিয়েই করতে পারবেন চুলের পরিচর্যা কীভাবে? এও সম্ভব? এই প্রশ্নই উঁকি দিচ্ছে? রাসায়নিক ছাড়া বাড়িতেই এই কাজটি করা যায় রান্নাঘরের কিছু উপকরণ দিয়েই পার্লারের মতো ‘হেয়ার ট্রিটমেন্ট’ হবে বাড়িতে কী কী লাগবে? থেকে যাওয়া ভাত, নারকেলের দুধ, ডিমের সাদা অংশ, অলিভ তেল তিন চা চামচ ভাত নিন, এর সঙ্গে মেশান নারকেলের দুধ দিন ডিমের সাদা অংশ আর অলিভ অয়েল, ব্লেন্ডারে মিশ্রণ তৈরি করে নিন মাস্ক লাগানোর পরে ৪০-৪৫ মিনিট অপেক্ষা করুন চুলে শ্যাম্পু করে নিন, দু’বার এই কাজটি করতে পারলেই ঝলমল করবে চুল