দূষণ হোক বা অন্য কোনও কারণ, চুল না বাড়ার সমস্যাতে জেরবার অনেকেই

Published by: ABP Ananda

বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করার পরেও অনেক সময় ফল মেলে না

Published by: ABP Ananda

এক্ষেত্রে কার্যকরী হতে পারে একাধিক প্রাকৃতিক জিনিস

Published by: ABP Ananda

বাড়িতে তৈরি করে নিতে পারে রোজমেরি হেয়ার ওয়েল, এই তেলে চুল বাড়ার পাশাপাশি চুল ঘনও হয়

Published by: ABP Ananda

জিনসেং এক ধরনের গাছ যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুল বাড়তে সাহায্য করে

Published by: ABP Ananda

ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় জবা ফুলে যা চুলের গোড়া মজবুত করে

Published by: ABP Ananda

প্রোটিন এবং চুলের প্রয়োজনীয় অ্যাসিড পাওয়া যায় মেথিতে যা চুলকে গোড়া থেকে শক্ত করে বাড়তে সাহায্য করে

Published by: ABP Ananda

আমলা ব্যবহারে পুষ্টি মেলে চুলে, এর মধ্যে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট

Published by: ABP Ananda

নির্দিষ্ট সময় অন্তর চুলের নিচের অংশ খানিকটা কাটতে অর্থাৎ ট্রিম করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda