সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজোয় নিজেদের সেরা ফিট ও ফাইন দেখাবে, এমনটা কে না চান।
Image Source: pexels
অনেকেই এই সময় ডায়েট করে থাকেন। তবে ওজন ঝরাতে যে ড্রাইফ্রুটসও অপিরহার্য, তা অনেকেই জানেন না।
Image Source: pexels
কোন কোন ড্রাইফ্রুটস খেলে ওজন কমতে পারে?
Image Source: pexels
ওজন কমানোর জন্য বাদাম আমন্ড দারুণ কার্যকরী
Image Source: pexels
প্রতিদিন বাদাম ভিজিয়ে খেলে কিন্তু দ্রুত ওজন কমে।
Image Source: pexels
ড্রাইফ্রুটসে প্রচুর ফাইবার থাকে যা ক্ষিদে নিবারণ করে এবং দীর্ঘ সময় পেট ভর্তি থাকায় বারবার খিদেও পায় না।
Image Source: pexels
এছাড়াও, এগুলি শরীরে চিনি বা ক্যালোরি বৃদ্ধি না করেই শক্তি সরবরাহ করে। এছাড়া বাদাম খেলে শরীরের মেটাবলিজম রেটও ভালো থাকে।
Image Source: pexels
বাদামের পাশাপাশি পেস্তা, আখরোট এবং খেজুরের মতো ড্রাইফ্রুটসও ওজন কমানোর জন্য গারুণ বিকল্প হতে পারে।
Image Source: pexels
ডিসক্লেমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।