প্রত্যেক মাসে ঋতুস্রাবের সময় পেট ও কোমর ব্যথার সমস্যায় ভোগেন অধিকাংশ নারীই।

Published by: ABP Ananda
Image Source: pexels

আর সেই পেট ও কোমর ব্যথা নিয়ে যাবতীয় স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় মেয়েদের কাছে।

Image Source: pexels

পিরিয়ড ক্র্যাম্প কমানোর জন্য বিভিন্ন মেয়েরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। রয়েছে কিছু ওষুধও।

Image Source: pexels

তবে যেটা সবচেয়ে পরিচিত, সেটা হল পিরিয়ড ক্র্যাম্প হলে পেটে ও কোমরে সেঁক দেওয়া। এতে আরাম পাওয়ায় যায়।

Image Source: pexels

পিরিয়ড ক্র্যাম্প কমানোর জন্য বেশ কিছু ব্যায়াম ও যোগাও রয়েছে। এতেও উপকার পাওয়া যায়।

Image Source: pexels

পিরিয়ডসের সময় সেঁক দিলে পেট ও কোমরের পেশীর টান কমে। ফলে আরাম পাওয়া যায়।

Image Source: pexels

সেঁক দিলে, শরীরের সেই অংশে রক্ত চলাচল বাড়ে। এর ফলে ব্যথা ও ফোলাভাব কমে যায়

Image Source: pexels

এই সময় শরীরে এক রাসায়নিক থাকে, যা পেশিগুলিকে সংকোচিত করে। এই ব্যথার হাত থেকেও মুক্তি পাওয়া যায় সেঁক দিলে।

Image Source: pexels

হট ওয়াটার ব্যাগ বা গরম জলে তোয়ালে ভিজিয়েও এই সময়ে সেঁক দিতে পারেন।

Image Source: pexels

তবে সেঁক দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে খুব গরম সেঁক না হয়। তাহলে ত্বকে জ্বালা পোড়া হতে পারে।

Image Source: pexels