কানে বা নাকে ফুটো করান বেশিরভাগ মহিলাই।



বহুদিন ধরেই এই ফুটো করানোর চল রয়েছে।



কানের দুল বা নাকের নথ পরার জন্য ফুটো করান মহিলারা।



কিন্তু ফুটো করানোর পর অযত্ন হলে সংক্রমণ হতে পারে।



কিছু বিষয় মাথায় রাখলেই এই সমস্যা দূর হয়।



উষ্ণ নারকেল তেল কানের ফুটোতে লাগালে উপকার।



অনেকে আবার নিমের কাঠিও গুঁজে রাখেন।



এভাবে ঐ জায়গার ব্যথাও কমে, সংক্রমণও হয় না।



উষ্ণ সর্ষের তেল লাগালেও প্রদাহ কমে যায়।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।