হৃদযন্ত্রের অন্যতম সমস্যা হল হার্টের ভেন বা শিরায় ব্লক থাকা।



আপনার হার্টের ভেনে ব্লক রয়েছে সেটা বুঝবেন কীভাবে?



কয়েকটি সাধারণ উপসর্গ রয়েছে যেগুলি শরীরে দেখা দিলে বুঝতে হবে আপনার হার্টে ব্লক রয়েছে। সেগুলি কী কী লক্ষণ, জেনে নিন।



হার্টে ব্লক থাকলে বুকে চিনচিনে ব্যথা, জ্বালা ভাব চাপ ভাব অনুভূত হবে। কাজ করার সময় কিংবা বিশ্রামের সময়, দু'ক্ষেত্রেই দেখা যেতে পারে।



হার্টে ব্লক থাকলে সঠিক ভাবে রক্ত পৌঁছয় না। তার ফলে শ্বাসকষ্টের তীব্র সমস্যা দেখা দিতে পারে। সামান্য কিছু কাজ করলেই শ্বাসকষ্ট হতে পারে।



হার্টে ব্লক থাকলে সঠিক ভাবে অক্সিজেন পৌঁছতে পারে না। তার ফলে সারাক্ষণ ক্লান্তি, ঝিমানি ভাব দেখা যায়। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যাবেন আপনি।



হার্টে ব্লক থাকলে আচমকাই বেড়ে যেতে পারে হার্টবিট। কখনও মনে হতে পারে যেন একটা হার্টবিট মিস হল। এইসব সমস্যা হার্টে ব্লক থাকলে হয়।



হার্ট অ্যাটাক হোক বা হার্ট ব্লক, বুকের পাশাপাশি হাত, ঘাড়, কাঁধ, পিঠে যন্ত্রণা হতে পারে, যাকে আমরা মাসল পেন বলে ভুল করি।



হার্টে ব্লক থাকলে আপনার পায়ে সমস্যা দেখা দিতে পারে। পায়ের পাতা কিংবা গোড়ালির অংশ ফুলে যেতে পারে।



হার্টে ব্লক থাকলে ঘাম হতে পারে আচমকাই। আবহাওয়া হয়তো গরম নয়, তাও হঠাৎ করে ঘামতে পারেন আপনি।