ড্রাই আই হলে চোখ শুকিয়ে যায়, জ্বালা করে এবং চুলকানি হতে পারে

দূষণ, ডায়বেটিস, সহ বয়স এবং ওষুধের রিঅ্যাকশনে ড্রাই আই হতে পারে

ড্রাই আই হলে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে, ফলে দেখার ক্ষমতাও হ্রাস পায়

এরকম হলে চোখের বিশেষ যত্নের প্রয়োজন, যা বাড়িতেও সম্ভব

ড্রাই আইয়ের সমস্যা মেটাতে ড্রপ, লুব্রিকেট, আই জেল বা গরম সেক দেওয়া যায়

এরকম ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে চোখের ড্রপ ব্যবহার করতে হবে, পাশাপাশি কমাতে হবে স্ক্রিন টাইমও

এক পলকে ফোন বা স্ক্রিন দেখার ফলে এই ধরনের সমস্যা হয়, তাই বারবার চোখের পাতা ফেলতে হবে

দিনভর জল কম পানের ফলে চোখের জলও কমে যায়, তাই জল পানের পরিমাণ বাড়াতে হবে

AC, ধোঁয়াশা, শুষ্ক আবহাওয়ার কারণে চোখের জল শুকিয়ে যেতে পারে

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।