Image Source: PIXABAY

মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও চলে না, কিন্তু স্ক্রিনটার দিকে তাকিয়েছেন?

বহু ব্যবহারে মোবাইল স্ক্রিনের কোণায় কোণায় নোংরা জমে থাকা চেনা বিষয়। প্রশ্ন হল, সাফ হবে কী ভাবে?

ফোনের ভিতর থেকেও নোংরা পরিষ্কার করা দরকার। তাই ব্যাক কভার খুলে মাঝেমধ্যেই সাফ করুন।

একটু উন্নত মানের লিকুইড কিনে ব্যবহার করে দেখতে পারেন। সুন্দর ভাবে স্ক্রিন পরিষ্কার হয়।

অতি সামান্য পরিমাণ টুথপেস্টও দারুণ কাজে দেয় এই ক্ষেত্রে। তবে খুব আস্তে ঘষবেন।

যত্রতত্র মোবাইল রাখার প্রয়োজন হয়? স্ক্রিনের ভিতরে যাতে নোংরা না ঢোকে, তাই দেখেশুনে স্ক্রিনগার্ড বাছুন।

কী দিয়ে মোবাইল স্ক্রিন পরিষ্কার করছেন? ভুলেও যেন টিস্যু পেপার ব্যবহার করবেন না।

এক্ষেত্রে 'ফাইবার ক্লথ' ব্যবহার করা আবশ্যক।

এতে স্ক্রিনের কোনও ক্ষতি হয় না, বরং ময়লাও সাফ হয়ে যায়।

গায়ের জোর নয়, আলতো করে স্ক্রিন পরিষ্কার করুন। তবে বিষয়টি নিয়মিত করা জরুরি।