সবার বাড়িতেই গ্যাস সিলিন্ডার রয়েছে কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছে বাজারে কিছু নীল রঙেরও সিলিন্ডারের দেখা মেলে তবে রান্নার কাজে লাল রঙের গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয় খেয়াল করলে দেখবেন, গ্যাস সিলিন্ডারের নীচের দিকে কয়েকটি বড় বড় গোল ছিদ্র থাকে এটি কি কেবল ডিজাইনের জন্য নাকি এর পেছনেও অন্য কোনো কারণ আছে? এই গর্তগুলো থাকার পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে কখনও গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গেলে সিলিন্ডারের রং কেন লাল হয়? গ্যাস সিলিন্ডার লাল রঙ হওয়ায় লাল রং বিপদের সংকেত বোঝায় সিলিন্ডার দেখে যেন সবাই দূর থেকে সতর্ক থাকতে পারেন