চোখের পাতা কাঁপা বা লাফানো নিয়ে নানা মুনির নানা মত।
ছবি- ফ্রিপিক


কেউ বলেন এটা শুভ, কেউ বলেন অশুভ।



কিন্তু, এর পিছনে বিজ্ঞানসম্মত কারণটি কী ?



চিকিৎসকরা বলছেন, চোখের উপর অত্যধিক চাপ পড়লে চোখ কাঁপে।



ঘন ঘন চোখের পাতা পড়তে থাকে তখন।



অনেক সময় কম ঘুমের কারণেও চোখের পাতা পড়ে বারবার।



অতিরিক্ত ক্যাফেইনজাতীয় তরল পান করলে বা মদ্যপানের জন্যেও চোখ কাঁপতে পারে।



একে বলে মায়োকেমিয়া। তবে এটি দিনে দু-তিনবারের বেশি হলে সতর্ক হওয়া দরকার।



চোখ শুষ্ক হয়ে গেলেও চোখ কাঁপার সমস্যা দেখা দেয়।



শারীরিক পরিশ্রম, ক্লান্তির উপসর্গ দেখা দেয় চোখ কাঁপার মাধ্যমে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।