মোটিভেশনাল স্পিকার ও ধর্মীয় ব্যক্তিত্ব গৌর গোপাল দাসের কথা শুনতে ভালবাসেন অনেকেই।



জীবনের অনেক সমস্যায় পথ দেখায় ওঁর সহজ টিপস।
প্রেম ও বিয়ে নিয়ে তাঁর মত অনেককে দিশা দেখাবে।


প্রেমে ব্যর্থ হয়ে অনেকে ভেঙে পড়েন।
ভাবেন, প্রেমে পড়ার সময় এমন অন্ধ গেলাম কীভাবে


গৌরগোপাল দাসও মনে করেন প্রেম অন্ধই।
প্রেমে পড়ার সময় মানুষ কখনও নেতিবাচক দিকগুলিতে তাকায় না।


সারা জীবন মানিয়ে চলতে পারবেন কিনা, তাও ভাবে না মানুষ
শুধু ঝাঁপিয়ে পড়ে।


এবার প্রেম বিয়ে অবধি গড়ালেই তখন চোখ খুলে যায়।
একসঙ্গে থাকতে গিয়েই ঠোকাঠুকি লাগে অনেক সময়।


বিয়ের পর তখন মনে হয়, এই বিষয়গুলো আগে ভাবিনি কেন !
তাই বিয়েকে বলে , 'আই ওপেনার'


তাহলে প্রেম করে বিয়ে করলেই কি মোহভঙ্গ?
গৌরগোপালের কথায়, 'লাভ ইজ ব্লাইন্ড, ম্যারেজ ইজ আই ওপেনার'


গৌর গোপালের কথায়, প্রেম মানেই ঝুকি।
তবে ঝুঁকি একটু হিসেব কষে নিলে ভাল ।


প্রেমে পড়ার সময় ইমোশনকে গুরুত্ব তো অবশ্যই দেবেন।
তবে সেই সঙ্গে মাথাটাকেও কাজে লাগাতে হবে।


একটু চোখ কান খোলা রেখে প্রেম করলে
ধাক্কাটা খেতে হবে কম !