সংসারে হাজারো কাজ,
নখের অবস্থাও তথৈবচ


কিন্তু কথায় কথায় পার্লারে
যাওয়া হয় না আমাদের


বরং বাড়িতেই সহজ উপায়ে
পরিষ্কার করুন নখ


পুরনো ব্রাশে সাবান লাগিয়ে নিন,
হালকা হাতে ঘষে পরিষ্কার করুন


উষ্ণ গরম জলে শ্যাম্পু মেশান,
৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন নখ


বেকিং সোডা ও লেবুর রসের
মিশ্রণ নখে ঘষলে ফল মেলে


নখের কোণে জমে থাকা ময়লা
পরিষ্কার করুন টুথপিক দিয়ে


নখ পরিষ্কার করতে, ভাল রাখতে
ভিনিগার লাগিয়ে রাখতে পারেন


যেভাবেই নখ পরিষ্কার করুন,
ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন


আলে-কালে করলে হবে না,
নিয়মিত যত্ন নিতে হবে
অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।