ফ্যাটজাতীয় খাবার খেলেই বাড়বে কোলেস্টেরল, এই ভয়ে খাওয়া বন্ধ।

Published by: ABP Ananda
Image Source: Freepik

একেবারে ফ্যাট খাওয়া বন্ধ করে দিলেও সমস্যা হবে।

Image Source: Freepik

আমাদের ত্বক, চুল, হরমোন, মস্তিষ্ক সমস্ত জায়গার জন্য ফ্যাট অনেক উপকার দেয়।

Image Source: Freepik

ফ্যাট কমে গেলে শরীরে, ত্বকের অবস্থা খারাপ হয়ে যাবে।

Image Source: Freepik

এমনকী ত্বকে হাইপার পিগমেন্টেশনের সমস্যাও দেখা যেতে পারে।

Image Source: Freepik

এর কারণে মহিলাদের মধ্যে পিসিওডির মত সমস্যা দেখা দিতে পারে।



হরমোনের স্থিতি বিঘ্ন ঘটতে পারে এর কারণে।

Image Source: Freepik

অনেকে মনে করেন, ফ্যাটজাতীয় খাবার খেলে পেটের চর্বি বাড়ে।

ফ্যাট খাওয়া ছেড়ে দিলে শরীরে দুর্বলতাও দেখা দিতে পারে।