শীতকালে রোজ একটা করে আমলকি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল একটি অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত আমলকি খেতে পারলে আপনার শরীরে ভিটামিন সি- এর ঘাটতি হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আর ভিটামিন সি- এর ঘাটতি না থাকলে আপনার শরীরের ইমিউনিটি থাকবে ভাল মাত্রায়। সহজে অসুস্থ হবেন না আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে গরম ভাতের সঙ্গে আমলকি সেদ্ধ করেও খেতে পারেন। দূর হবে পেটের যাবতীয় সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস কমায় বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যাও। খাবার ভালভাবে এবং সহজে হজম হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের সর্দি-কাশির ধাত রয়েছে, সহজেই ঠান্ডা লেগে যায়, তাঁর অতি অবশ্যই শীতকালে রোজ একটা আমলকি খাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমলকির রস খেতে পারেন। এই রস বডি ডিটক্সের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমলকি ছোট টুকরো করে কেতে বিটনুন মাখিয়ে কাচের পাত্রে রেখে দিন। রোজ খাবার পরে ২-১ টুকরো মুখে দিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস থাকলে আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভাল থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে রোজ আমলকি খেলে একগাদা খাবেন না। পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels