শীতকাল মানেই ত্বক শুষ্ক হওয়ার মতো সমস্যায় ভোগেন অধিকাংশ মানুষ, তার হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন রাস্তা বেছে নেন মানুষ।
তবে শীতকালে ত্বকের যত্ন নিতে সবচেয়ে জনপ্রিয় উপায় হল তেল। ময়েশ্চরাইজারের পাশাপাশি, তেল ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে।
তেল ত্বকের আর্দ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখে, পাশাপাশি তেল মালিশ করলে ত্বক উজ্জ্বল হয়।
অলিভ অয়েল, নারকেল তেল নাকি সরিষার তেল? ত্বকের পক্ষে কোন তেল সবচেয়ে ভাল?
ত্বকের জন্য অলিভ অয়েল অত্যন্ত উপকারী, এটি ত্বককে উজ্জ্বল করে। তবে এই তেল একটু দামি হওয়ায় অনেকে ব্যবহার করতে চান না।
নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড শুষ্ক ও ক্ষতিগ্রস্ত ত্বককে দ্রুত সারিয়ে তুলতে পারে।
ত্বক খুব বেশি শুষ্ক হলে নারকেল তেল আর অলিভ অয়েল মিশিয়ে মাখতে পারে, তবে মুখে ব্যবহার করবেন না।
সরিষার তেল অনেক বেশি তৈলাক্ত, তবে এই তেল ব্যবহার করলে অনেকের ত্বকেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
যদি ত্বক সংবেদনশীল হয়, তাহলে সরিষার তেল ব্যবহার না করাই ভাল, সেক্ষেত্রে নারকেল তেল ব্য়বহার করুন