হলুদ রান্নায় ব্যবহার করলে খাবারের রং যেমন সুন্দর হয়, তেমনই স্বাদও হয় একদম আলাদা রকমের।

Published by: ABP Ananda

হলুদ অত্যন্ত উপকারী একটি উপকরণ। তাই প্রতিদিনের রান্নায় ব্যবহার করলে, আপনার শরীর-স্বাস্থ্যের নানা ভাবে উপকার হবে।

Published by: ABP Ananda

যে রান্নায় হলুদ ব্যবহার করা হবে, তা আমাদের ইমিউনিটি অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাজে লাগবে।

Published by: ABP Ananda

হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। হলুদ দেওয়া খাবার খেলে শরীর-স্বাস্থ্য সংক্রমণ থেকে দূরে থাকবে।

Published by: ABP Ananda

হলুদ দেওয়া রান্না খেলে হার্ট অর্থাৎ হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকবে। কারণ হার্টের জন্য হলুদ ভাল।

Published by: ABP Ananda

লিভার যাতে ভালভাবে কাজ করতে পারে, সেই দিকেও নজর রাখে হলুদ। তাই রোজের রান্নায় এই উপকরণ দিতেই হবে।

Published by: ABP Ananda

হলুদ দেওয়া রান্না খেলে সেই খাবার সহজে হজম করা যায়। অর্থাৎ বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যাও দূর হবে।

Published by: ABP Ananda

হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস। এই উপকরণ আমাদের শরীরের জন্য বিভিন্ন কারণে ভাল। অতএব দেওয়াই যায় রোজের রান্নায়।

Published by: ABP Ananda

গরম জল কিংবা গরম দুধে হলুদ মিশিয়ে খেতে পারলেও অনেক উপকার পাবেন আপনি। গরম দুধে হলুদ দিয়ে খেলে ভাল ঘুম হবে রাতে।

Published by: ABP Ananda

চোট-আঘাতের ক্ষেত্রেও হলুদ ব্যথা কমাতে, ইনফেকশন রুখতে দারুণ ভাবে সাহায্য করে। দ্রুত শুকিয়ে যায় ক্ষতস্থান।

Published by: ABP Ananda