লিখিত পরীক্ষা আপনি যতই ভাল দিন না কেন, চাকরি পাবেন কি পাবেন না, তার অনেকটা নির্ভর করে আপনি চাকরির ইন্টারভিউ কেমন দিচ্ছেন তার ওপর।

Published by: ABP Ananda
Image Source: paxels

সরকারি হোক বা বেসরকারি.. যে কোনও চাকরিতেই ইন্টারভিউ দেওয়া জরুরি।

Image Source: paxels

ইন্টারভিউতে যে কেবল আপনার জ্ঞান ও দক্ষতা দেখা হয় তাই নয়, আপনার সামগ্রিক ব্যক্তিত্ব ও দেখা হয় সাক্ষাৎকারে।

Image Source: paxels

সাক্ষাৎকার দেওয়ার সময় জ্ঞান বা দক্ষতার থেকেও সবচেয়ে জরুরি হল আত্মবিশ্বাস। এটাই প্রাধান্য পায় ইন্টারভিউতে

Image Source: paxels

ভাল ইন্টারভিউ দেওয়ার প্রথম শর্তই হল, কোনও প্রশ্নে বিচলিত না হয়ে পড়ে। স্পষ্ট করে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।

Image Source: paxels

যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই কোম্পানি কী চাইছে, কী কাজের পদ্ধতি এই সমস্ত বিষয়গুলি ভালভাবে জেনে নিন আগেভাগেই।

Image Source: paxels

ইন্টারভিউ নেওয়ার সময় অনেক সময়েই জানতে চাওয়া হয়, কেন কোম্পানি আপনাকে কাজে বহাল করবে? এক্ষেত্রে বোঝান আপনার মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে?

Image Source: paxels

সবসময় নির্দিষ্ট সময়ের অন্তত আধ ঘণ্টা আগে ইন্টারভিউ দিতে পৌঁছন। দেরী করা নৈব নৈব চ।

Image Source: paxels

ইন্টারভিউ দিতে ঢোকার আগে সেখানকার পরিবেশ সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়ে নিন, এতে নার্ভাসনেস কাটে।

Image Source: paxels

সাক্ষাৎকারের মধ্যে ফোন এলে তা ধরবেন না, এড়িয়ে চলুন মেসেজ করাও! এতে নেতিবাচক প্রভাব পড়ে।

Image Source: paxels