রং তোলার সবচেয়ে ভাল উপায় হল তেল মেখে নেওয়া হয়। যদি ক্রিম মেখে নিতে পারেন তাহলেও উপকার পাবেন। দোলের দিন রং খেলার আগেই ভাল করে তেল কিংবা ক্রিম-ময়শ্চারাইজার মেখে নিয়ে তারপর রং খেলতে যান।

দোলের রং-আবির তোলার ক্ষেত্রে সবচেয়ে ভালভাবে কাজ করে নারকেল তেল। এই তালিকায় সরষের তেল, অলিভ অয়েল- সবই রাখতে পারেন।

আটার সঙ্গে বিভিন্ন ধরনের ক্যারিয়ার অয়েল মিশিয়ে নিলে সেই মিশ্রণ ত্বকের রং সহজে তুলতে সাহায্য করবে।

এক্ষেত্রে নারকেল তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ আপনার ত্বকের স্ক্রাবিং এবং এক্সফোলিয়েশনের ক্ষেত্রে সাহায্য করে। ফলে দ্রুত দূর হবে রং।

বেসনের সাহায্যে আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ফেসপ্যাক তৈরি করে। বেসন ত্বক উজ্জ্বল এবং মোলায়েম রাখতে সাহায্য করে।

বেসনের সঙ্গে যদি দুধ কিংবা দুধের সর মিশিয়ে নিতে পারেন তাহলে ওই মিশ্রণ ত্বক থেকে সহজেই রং তুলতে কাজে লাগবে। এর সাহায্যেও ত্বকে স্ক্রাব করা যায় এবং এক্সফোলিয়েশন সম্ভব।

ইয়োগার্ট দিয়েও সহজে ত্বকের রং তোলা সম্ভব। এক্ষেত্রে ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু। তার ফলে ত্বক ময়শ্চারাইজডও থাকবে।

ইয়োগার্টে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা সহজে রঙের দাগ দূর করে ত্বক থেকে। আর মধু আমাদের ত্বকে আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে।

দোলের পর ত্বক থেকে রঙের দাগ সহজে তুলে ফেলার জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস। তবে সরাসরি লেবুর রস ত্বকে ব্যবহার করা যাবে না। মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো।

চিনি এবং লেবুর রস মিশিয়ে ওই মিশ্রণ দিয়ে ত্বকে স্ক্রাব করা সম্ভব। তার ফলে রং সহজে দূর হবে। এছাড়াও চিনির গুঁড়ো ত্বকে স্ক্রাব করতে এবং লেবুর রস ত্বকের কালচে দাগছোপ দূর করতে সাহায্যে করে।