রোজ প্রয়োজন ক্লিনজিং তেল এবং ময়লা দূর করতে দিনে দুবার অন্তত ত্বক পরিষ্কার করতে হবে ক্লিনজার দিয়ে প্রয়োজন এক্সফোলিয়েশন সপ্তাহে দুবার এক্সফোলিয়েটর ব্যবহার করলে মৃত কোষ দূর হয় এবং গ্রন্থি উন্মুক্ত হয় নিয়মিত টোনার ব্যবহার প্রয়োজন ত্বকের নোংরা দূর করতে পারে টোনার, তবে অবশ্যই হতে হবে অ্যালকোহল মুক্ত তৈলাক্ত ত্বকে ময়শ্চারাইজারে নিষেধাজ্ঞা নেই ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে, তাই ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করা প্রয়োজন ঘরে হোক বা বাইরে ব্যবহার অন্তত SPF 30 রয়েছে এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে