অনেক সময় কিছু করতেই ইচ্ছে করে না, এমনকী কাজেও এনার্জি পাওয়া যায় না, যার কারণ হতে পারে দৈনন্দিন কিছু অভ্যাস
Published by: ABP Ananda
January 31, 2025
কাজের মাঝে বিরতি না নিলে এনার্জি কমতে পারে, যা প্রাথমিকভাবে ভাল বলে মনে হলেও দিনের শেষে ক্লান্ত লাগে
Published by: ABP Ananda
January 31, 2025
অতীতের নেতিবাচক বিষয় ভাবলে মন ভারাক্রান্ত হতে পারে, তা থেকেও কাজে এনার্জি কমে
Published by: ABP Ananda
January 31, 2025
লাগাতার ফোন দেখা এবং সোশাল মিডিয়ায় মগ্ন থাকলে কোনও কাজে এনার্জি পাওয়া যায় না
Published by: ABP Ananda
January 31, 2025
কোনও বিষয় নিয়ে বেশি ভাবলে এনার্জি তাতে চলে যায়, এমনকী উদ্বেগও বাড়তে পারে
Published by: ABP Ananda
January 31, 2025
শরীরের প্রয়োজনের থেকে বেশি ঘুমালে তাতে লাভ কিছু হয় না বরং তাতে এনার্জি কমে এবং ক্লান্ত লাগে
Published by: ABP Ananda
January 31, 2025
শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান না খেলে এবং বাইরের খাবার খেলে ক্লান্ত বোধ বেশি হয়
Published by: ABP Ananda
January 31, 2025
অপ্রয়োজনীয় কথায় এনার্জি নষ্ট হয়ে যায় অনেক সময়, তাই নিজের কাজে অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন
Published by: ABP Ananda
January 31, 2025
সম্পর্ক টক্সিক হলে তার প্রভাব পড়ে শরীরের উপরও, তাই এনার্জি বাঁচাতে নিজের যত্ন নিন
Published by: ABP Ananda
January 31, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।