অনেক সময় কিছু করতেই ইচ্ছে করে না, এমনকী কাজেও এনার্জি পাওয়া যায় না, যার কারণ হতে পারে দৈনন্দিন কিছু অভ্যাস
abp live

অনেক সময় কিছু করতেই ইচ্ছে করে না, এমনকী কাজেও এনার্জি পাওয়া যায় না, যার কারণ হতে পারে দৈনন্দিন কিছু অভ্যাস

Published by: ABP Ananda
কাজের মাঝে বিরতি না নিলে এনার্জি কমতে পারে, যা প্রাথমিকভাবে ভাল বলে মনে হলেও দিনের শেষে ক্লান্ত লাগে
abp live

কাজের মাঝে বিরতি না নিলে এনার্জি কমতে পারে, যা প্রাথমিকভাবে ভাল বলে মনে হলেও দিনের শেষে ক্লান্ত লাগে

Published by: ABP Ananda
অতীতের নেতিবাচক বিষয় ভাবলে মন ভারাক্রান্ত হতে পারে, তা থেকেও কাজে এনার্জি কমে
abp live

অতীতের নেতিবাচক বিষয় ভাবলে মন ভারাক্রান্ত হতে পারে, তা থেকেও কাজে এনার্জি কমে

Published by: ABP Ananda
লাগাতার ফোন দেখা এবং সোশাল মিডিয়ায় মগ্ন থাকলে কোনও কাজে এনার্জি পাওয়া যায় না

লাগাতার ফোন দেখা এবং সোশাল মিডিয়ায় মগ্ন থাকলে কোনও কাজে এনার্জি পাওয়া যায় না

Published by: ABP Ananda

কোনও বিষয় নিয়ে বেশি ভাবলে এনার্জি তাতে চলে যায়, এমনকী উদ্বেগও বাড়তে পারে

Published by: ABP Ananda

শরীরের প্রয়োজনের থেকে বেশি ঘুমালে তাতে লাভ কিছু হয় না বরং তাতে এনার্জি কমে এবং ক্লান্ত লাগে

Published by: ABP Ananda

শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান না খেলে এবং বাইরের খাবার খেলে ক্লান্ত বোধ বেশি হয়

Published by: ABP Ananda

অপ্রয়োজনীয় কথায় এনার্জি নষ্ট হয়ে যায় অনেক সময়, তাই নিজের কাজে অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

Published by: ABP Ananda

সম্পর্ক টক্সিক হলে তার প্রভাব পড়ে শরীরের উপরও, তাই এনার্জি বাঁচাতে নিজের যত্ন নিন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda