শীতের রুক্ষ-শুষ্ক আবহাওয়ায় ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চাইলে প্রতিদিন কিছু নিয়ম মেনে ত্বকের পরিচর্যা করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতেও ত্বকের জেল্লা বজায় রাখতে প্রতিদিন ভাল করে ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করতে একদম নিয়মমাফিক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার ত্বকের ধরন অনুসারে বেছে নিন ক্রিম, ময়শ্চারাইজার। স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরমকালের মতো শীতেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন। নাহলে ত্বকে ট্যান পড়বে এবং দূর হবে জেল্লা। কালচে দাগছোপ হয়ে যাবে ত্বকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে ঠান্ডা জলের অজুহাতে ত্বক পরিষ্কার করায় অবহেলা করবেন না একেবারেই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাড়ির বাইরে বেরোলে তো বটেই, বাড়িতে থাকলেও দু'বেলা ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে রাখুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে ফেসওয়াশের পাশাপাশি স্ক্রাবও ব্যবহার করতে হবে শীতকালে। নোংরা না জমলে তবেই বজায় থাকবে ত্বকের উজ্জ্বল ভাব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফেসওয়াশ এবং স্ক্রাব ব্যবহারের পর অতি অবশ্যই ত্বকে ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের জেল্লা বজায় রাখতে অতি অবশ্যই নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকেও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে ত্বকের জেল্লা বজায় থাকে। তাই শীতকালে রোজ একটা কমলালেবু খাওয়ার চেষ্টা করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels