চিয়া সিড খেলে যে অসংখ্য উপকার পাওয়া যায় সেকথা সকলেই জানেন এখন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড ওজন কমায়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় চিয়া সিড খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড জলে ভিজিয়ে খাওয়া সবচেয়ে ভাল। চিয়া সিড ভিজিয়ে রাখা জলটাও খেতে পারেন। উপকার অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড খেলে খাইখাই ভাব কমে। মেটাবলিজম রেট বাড়ে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড জলে ভিজিয়ে না খেলে গলায় আটকে যেতে পারে। অনেকে দুধেও ভিজিয়ে রাখেন চিয়া সিড।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড দুধ কিংবা জল যেখানেই ভিজিয়ে রাখুন না কেন, কতক্ষণ ভেজানো ভাল?

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেশিরভাগ মানুষই যেদিন সকালে চিয়া সিড খাবেন তার আগের দিন রাতে জলে কিংবা দুধের মধ্যে ভিজিয়ে রাখেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে রাতভর চিয়া সিড জল কিংবা দুধে ভিজিয়ে না রাখলেও অসুবিধা নেই। সকালে খাওয়ার আগে ভিজিয়ে দিলেও হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু চিয়া সিড খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে তা ভিজিয়ে রাখতে পারলে ভাল। এক ঘণ্টা সময় পেলে সবচেয়ে ভাল হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড জলে কিংবা দুধে ভিজিয়ে রাখলে তবেই তা ফুলে ওঠে এবং আয়তনে বাড়ে। আর একটা জেল-জাতীয় টেক্সচার তৈরি হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels