শুধুই রিমোট দিয়ে ঘরে টিভি বন্ধ করছেন ?
টিভি বন্ধ করলেও মেন সুইচ অন থাকে ?
সেক্ষেত্রে অজান্তেই বিদ্যুৎ খরচ হয়ে যায়।
আসলে পাওয়ার কাটের পরেও বিদ্যুৎ খরচ হয়।
সমীক্ষা বলছে দেশে ৭০ ভাগ মানুষ এটা করেন।
ইলেকট্রনিক সামগ্রী 'স্ট্যান্ডবাই' মোডে ছাড়বেন না।
বিদ্যুৎ খরচ নির্ভর করবে টিভি মডেলের উপর।
বিভিন্ন কোম্পানির টিভির মডেল , টেকনোলজি ভিন্ন।
কারেন্ট কনজিউমও প্রত্যেকক্ষেত্রে পৃথক হয়।
তাই রিমোট নয়, মেন সুইচ দিয়ে বন্ধ করুন টিভি।