বারবার চোখের পাতা কাঁপছে ? আর আপনি ভাবছেন কোন অশুভ-সংকেত?



চোখের পাতা কাঁপার সঙ্গে আমাদের অনেক কুসংস্কার জড়িয়ে আছে।



তবে মনে রাখতে হবে, এর পিছনে কোনও শুভ-অশুভ নেই। আছে মেডিক্যাল কারণ।



ঘুমের অভাব বা কোনও কারণে আপনার চোখ ক্লান্ত থাকলে পাতা কাঁপতে পারে।



আপনি যদি কোনও কারণে মানসিক অবসাদে ভোগেন, তাহলেও এমনটা হতে পারে।



বহুক্ষণ মোবাইলে চোখ রাখলে বা ল্যাপটপে কাজ করলেও চোখে তার প্রভাব পড়ে।



কম্পিউটারের দিকে চোখ রাখতে রাখতে অনেক সময় চোখ শুকিয়ে যায়। তখন এই সমস্যা হতে পারে।



চোখে কোনওরকম এলার্জি হলেও এই সমস্যা হতে পারে।



চোখ পিটপিট করার সঙ্গে কিন্তু শুভ-অশুভর সম্পর্ক নেই। আছে শরীরের সম্পর্ক।



তাই চোখ দপদপ করলেই সতর্ক হোন।