চোখে অনেকসময় আচমকাই খুব চুলকানি শুরু হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিশেষ করে চোখের দুই কোণের অংশ চুলকাতে থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখে চুলকানির সঙ্গে জল পড়ার সমস্যাও দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকসময় চুলকানির সঙ্গে চোখে থাকে জ্বালাভাব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখ লাল হয়ে যায় এবং নাগাড়ে জল পড়তে থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

উল্লিখিত সমস্যাগুলো দেখা গেলে কী কী করবেন না জেনে নিন।

Published by: ABP Ananda

চোখে চুলকানি হলে হাত কিংবা রুমাল দিয়ে চোখ ঘষে চুলকাতে যাবেন না। বরং চোখে জল দিয়ে ধুয়ে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখে চুলকানি শুরু হলে আমরা খালি হাতে চোখ রগড়ে ফেলি। এর ফলে চোখে ইনফেকশন হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

একটানা কম্পিউটারে কাজ করলে দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখ লাল হয়ে যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এক্ষেত্রেও চোখে হাত দেবেন না। বরং পরিষ্কার জল দিয়ে ভালভাবে চোখ ধুয়ে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels