চোখের নীচে ফোলাভাব থাকলে তা দূর করার জন্য ঠান্ডা সেক দিতে হবে। এক্ষেত্রে সরাসরি বরফ ব্যবহার করতে পারেন। তার ফলে চোখের চারপাশের ফোলাভাব কমবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
অথবা নরম সুতির কাপড়ের মধ্যে বরফ নিয়ে তা আলতো হাতে চেপে চেপে দিতে হবে চোখের নীচের ফোলা অংশে। ১০ থেকে ১৫ মিনিট রোজ করতে হবে এই অভ্যাস।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
সারাদিন হাজার পরিশ্রমের পর আমাদের শরীরের মতো চোখও ক্লান্ত হয় যায়। তাই প্রয়োজন সঠিকভাবে বিশ্রামের। কাজের ফাঁকে মাঝে মাঝে চোখ বুজে নিন।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
সম্ভব হলে কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। পরিষ্কার ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন। এর ফলে ফোলাভাব কমবে চোখের নীচের।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
চোখের নীচের ফোলাভাব দূর করার জন্য সঠিক পরিমাণে জল খেতে হবে, যাতে আপনার শরীরে জলের ঘাটতি না হয়।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
ডিহাইড্রেশনের সমস্যা হলে চোখের নীচে ফোলাভাব দেখা যায়। জলের পাশাপাশি তাই ফলের রস, জলীয় উপকরণ যুক্ত ফল, অন্যান্য খাবারও খেতে হবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
টি-ব্যাগ ব্যবহার করেও চোখের নীচের ফোলাভাব কমানো যেতে পারে। এক্ষেত্রে চা বানিয়ে নেওয়ার পর সেই টি ব্যাগ ঠান্ডা করে ব্যবহার করতে হবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
টি ব্যাগের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। ঠান্ডা টি ব্যাগ চোখের নীচের ফোলা অংশে আলতো হাতে চেপে চেপে দিতে হবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
চোখের নীচের এবং চারপাশের ফোলা অংশে ব্যবহার করতে পারেন আই-রোলার। এর সাহায্যেও 'পাফি আইজ'- এর সমস্যা কমানো যাবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
August 25, 2024
শসা গোল করে টুকরো করে নিন। ওই কাটা শসার অংশ চোখের উপর দিয়ে রাখুন। আরাম পাবেন এবং একই সঙ্গে চোখের চারপাশের ফোলাভাব কমবে।