চোখের নীচে ফোলাভাব থাকলে তা দূর করার জন্য ঠান্ডা সেক দিতে হবে। এক্ষেত্রে সরাসরি বরফ ব্যবহার করতে পারেন। তার ফলে চোখের চারপাশের ফোলাভাব কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অথবা নরম সুতির কাপড়ের মধ্যে বরফ নিয়ে তা আলতো হাতে চেপে চেপে দিতে হবে চোখের নীচের ফোলা অংশে। ১০ থেকে ১৫ মিনিট রোজ করতে হবে এই অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সারাদিন হাজার পরিশ্রমের পর আমাদের শরীরের মতো চোখও ক্লান্ত হয় যায়। তাই প্রয়োজন সঠিকভাবে বিশ্রামের। কাজের ফাঁকে মাঝে মাঝে চোখ বুজে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সম্ভব হলে কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। পরিষ্কার ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন। এর ফলে ফোলাভাব কমবে চোখের নীচের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখের নীচের ফোলাভাব দূর করার জন্য সঠিক পরিমাণে জল খেতে হবে, যাতে আপনার শরীরে জলের ঘাটতি না হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিহাইড্রেশনের সমস্যা হলে চোখের নীচে ফোলাভাব দেখা যায়। জলের পাশাপাশি তাই ফলের রস, জলীয় উপকরণ যুক্ত ফল, অন্যান্য খাবারও খেতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টি-ব্যাগ ব্যবহার করেও চোখের নীচের ফোলাভাব কমানো যেতে পারে। এক্ষেত্রে চা বানিয়ে নেওয়ার পর সেই টি ব্যাগ ঠান্ডা করে ব্যবহার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টি ব্যাগের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। ঠান্ডা টি ব্যাগ চোখের নীচের ফোলা অংশে আলতো হাতে চেপে চেপে দিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখের নীচের এবং চারপাশের ফোলা অংশে ব্যবহার করতে পারেন আই-রোলার। এর সাহায্যেও 'পাফি আইজ'- এর সমস্যা কমানো যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসা গোল করে টুকরো করে নিন। ওই কাটা শসার অংশ চোখের উপর দিয়ে রাখুন। আরাম পাবেন এবং একই সঙ্গে চোখের চারপাশের ফোলাভাব কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels