ঘি ভাত অনেকেরই বেশ পছন্দের খাবার। এই খাবারে রয়েছে অনেক গুণ। আবার ঘি ভাত নিয়মিত খেলে সমস্যাও হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘি-ভাত আমাদের শরীরে গ্লাইসেমিক ইনডেক্সের মান কমায়। এছাড়াও হঠাৎ করে ব্লাড সুগারের মাত্রা কমে যাওয়ার প্রবণতা কমায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কার্বোহাইড্রেট হজম করার ক্ষমতা কমায় ঘি। তাই নিয়মিত ঘি-ভাত খেলে সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘি- এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরে সঠিক পরিমাণে এনার্জির মাত্রা বজায় রাখে। কিন্তু রোজ খেলে সমস্যা বাড়তে পারে।



ঘি- এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে এবং ভিটামিন ডি। এগুলি ফ্যাট সলিউয়েবল ভিটামিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অর্থাৎ ফ্যাট কমাতে সাহায্য করে ঘি। তাই ঘি-ভাত যে ফ্যাট কমায় এটা স্পষ্ট। কিন্তু ঘি হার্টের সমস্যা বাড়াতে পারে। তাই নিয়মিত খাবেন না ঘি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘি-ভাতের সঙ্গে আপনি বাকি যা যা খাবেন সেখান থেকে সমস্ত নিউট্রিয়েন্ট ভালভাবে আপনার শরীরে প্রবেশ করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘি আমাদের অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে বদহজম, পেটের সমস্যা, অ্যাসিডিটি এইসব অসুবিধা দেখা দেবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ঘি আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়াতেও সাহায্য করে। তবে নিয়মিত ঘি খেলে ওজন বাড়বে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের ব্লাড সুগারের মাত্রা খুব বেশি এবং হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাঁরা নিয়মিত ঘি-ভাত খেলে সমস্যায় পড়বেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels