সম্পর্কে সবসময় সেঁটে থাকলেও সমস্যা হয় পরস্পরকে স্পেস দেওয়া অত্যন্ত জরুরি এক্ষেত্রে দূরত্বও বাড়বে না, আবার স্পেসও থাকবে, সেটাই আদর্শ সম্পর্ক ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি কথা বলুন সব সম্পর্কেই একটা গণ্ডি থাকা দরকার, বুঝুন সামনের জনের চাহিদাকে অবশ্যই সম্মান জানান পরস্পরের গতিবিধি নখদর্পণে না থাকলেও হবে পরস্পরের উপর বিশ্বাস হারালে চলবে না একেবারেই পরস্পরকে ছাড়া একা বেরোতে শিখুন পরস্পরের সিদ্ধান্তকে সম্মান করুন, সমব্যথী হোন পরস্পরের বার বার ফোন, মেসেজ করে বিরক্ত করবেন না তাঁকে নিজের যা ভাল লাগে করুন, যত্নশীল হোন নিজের প্রতি সপ্তাহে একটি দিন বরাদ্দ করুন, যা আপনাদের একান্ত সময় হবে