চোখের যত্ন করা খুবই জরুরি। বিশেষ করে সতর্ক থাকা উচিত চোখ ধোওয়ার সময়।



চোখ পরিষ্কার করার সময় কোন কোন ব্যাপারে খেয়াল রাখবেন দেখে নিন একনজরে।



চোখে কখনই খুব জোরে জলের ঝাটা দেবেন না। এর ফলে চোখের প্রভূত ক্ষতি হতে পারে।



চোখ ধোওয়ার সময় আস্তে আস্তে জল দিয়ে ধুতে হবে।



চোখে বারবার হাত দেওয়া খুবই খারাপ। হাতে থাকা ধুলোবালি চোখে গিয়ে ইনফেকশন হতে পারে।



চোখ বারবার ঘষবেন না। অনেক ক্ষেত্রেই আমরা চোখে চুলকানি অনুভব করি। কিন্তু তখন চোখ ঘষে চুলকানো উচিত নয়।



চোখে জল দেওয়ার পর তা মোছার জন্য নরম কাপড়, নরম গামছা ব্যবহার করুন।



চোখের জল মোছার সময় কখনই খুব জোরে গামছা কিংবা রুমাল দিয়ে ঘষবেন না।



চোখে যেকোনও প্রোডাক্ট (কাজল, লাইনার) ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকুন। ভাল গুণমানের প্রোডাক্ট ব্যবহার করতে হবে।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।