দু চামচ বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চা চামচ গুঁড়ো হলুদ, তাতে দিতে হবে দুধ
Published by: ABP Ananda
March 30, 2025
এবার ওই পেস্ট মুখর সহ ট্যান পড়েছে এমন অংশ মেখে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে গেলে জল দিয়ে ধুুয়ে ফেলতে হবে
Published by: ABP Ananda
March 30, 2025
একটা টম্যাটো ভাল করে পেস্ট করে নিতে হবে, তাতে মেশাতে হবে লেবুর রস
Published by: ABP Ananda
March 30, 2025
এরপর ওই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে মেখে শুকিয়ে নিতে হবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে
Published by: ABP Ananda
March 30, 2025
সম পরিমাণ অ্যালোভেরা রস এবং শসার রস মেশাতে হবে
Published by: ABP Ananda
March 30, 2025
ওই মিশ্রণ মুখে মেখে নিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে, শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে
Published by: ABP Ananda
March 30, 2025
এক টেবিল চামচ মধুর সঙ্গে লেবু মিশিয়ে নিন, যেসব জায়গায় ট্যান হয়েছে সেখানে ব্যবহার করুন
Published by: ABP Ananda
March 30, 2025
১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়ে সামান্য গরম জলে ধুয়ে নিন মুখ
Published by: ABP Ananda
March 30, 2025
পাকা পেঁপে পেস্ট করে নিতে হবে তার সঙ্গে মেশাতে হবে মধু
Published by: ABP Ananda
March 30, 2025
ওই মিশ্রণ ট্যান পড়েছে এমন জায়গায় মেখে নিয়ে ১৫ থেরে ২০ মিনিট অপেক্ষা করতে হবে
Published by: ABP Ananda
March 30, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।