দু চামচ বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চা চামচ গুঁড়ো হলুদ, তাতে দিতে হবে দুধ
abp live

দু চামচ বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চা চামচ গুঁড়ো হলুদ, তাতে দিতে হবে দুধ

Published by: ABP Ananda
এবার ওই পেস্ট মুখর সহ ট্যান পড়েছে এমন অংশ মেখে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে গেলে জল দিয়ে ধুুয়ে ফেলতে হবে
abp live

এবার ওই পেস্ট মুখর সহ ট্যান পড়েছে এমন অংশ মেখে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে গেলে জল দিয়ে ধুুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda
একটা টম্যাটো ভাল করে পেস্ট করে নিতে হবে, তাতে মেশাতে হবে লেবুর রস
abp live

একটা টম্যাটো ভাল করে পেস্ট করে নিতে হবে, তাতে মেশাতে হবে লেবুর রস

Published by: ABP Ananda
এরপর ওই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে মেখে শুকিয়ে নিতে হবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে
abp live

এরপর ওই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে মেখে শুকিয়ে নিতে হবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda
abp live

সম পরিমাণ অ্যালোভেরা রস এবং শসার রস মেশাতে হবে

Published by: ABP Ananda
abp live

ওই মিশ্রণ মুখে মেখে নিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে, শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda
abp live

এক টেবিল চামচ মধুর সঙ্গে লেবু মিশিয়ে নিন, যেসব জায়গায় ট্যান হয়েছে সেখানে ব্যবহার করুন

Published by: ABP Ananda
abp live

১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়ে সামান্য গরম জলে ধুয়ে নিন মুখ

Published by: ABP Ananda
abp live

পাকা পেঁপে পেস্ট করে নিতে হবে তার সঙ্গে মেশাতে হবে মধু

Published by: ABP Ananda
abp live

ওই মিশ্রণ ট্যান পড়েছে এমন জায়গায় মেখে নিয়ে ১৫ থেরে ২০ মিনিট অপেক্ষা করতে হবে

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda