ডায়াবেটিস আছে, উপবাস করা কি ভাল ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

ডায়াবেটিস একটি ক্রনিক অসুখ বলা চলে।

Image Source: Freepik

রক্তে শর্করার মাত্রা এই সময় নিয়ন্ত্রণে রাখাই ভাল।

Image Source: Freepik

এই সময় উপবাস করলে নাকি বিপদ বাড়ে।

Image Source: Freepik

আদৌ কী সমস্যা হয় শরীরে জানেন ?

Image Source: Freepik

ডায়াবেটিস রোগীদের উপবাস করলে শর্করার মাত্রা কমে যেতে পারে।

Image Source: Freepik

হঠাৎ করে সুগার ফল করলে বিপদ বাড়বে।

Image Source: Freepik

অনেকে আবার উপোসের আগের দিন সুগারের ওষুধ খান না।

Image Source: Freepik

এতেও সমস্যা বাড়তে পারে বলেই মত চিকিৎসকদের।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik