ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হল বলিরেখা বা রিঙ্কেলস। অনেকের ক্ষেত্রে যৌবনেই দেখা দেয় বার্ধ্যকের এই সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রিঙ্কেলস অর্থাৎ ত্বক কুঁচকে যাওয়ার সমস্যা। চোখের চারপাশ, কপাল, গলা, থুতনি- মূলত এইসব অংশেই দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বলিরেখার সমস্যা এড়াতে ভরসা রাখুন কয়েকটি প্রাকৃতিক উপকরণে। নিয়মিত ব্যবহারে মিলবে উপকার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের পরিচর্যায় বাড়িতে ফেসপ্যাক তৈরি করলে অবশ্যই মিশিয়ে নিন হলুদ। এই উপকরণ রিঙ্কেলস কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করলে স্কিন ইলাস্টিসিটি বজায় থাকে ভালভাবে। অর্থাৎ ত্বক টানটান থাকে। বলিরেখা দেখা দেয় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে জোজোবা অয়েল ম্যাসাজ করতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ এই তেল ত্বক কুঁচকে যেতে দেয় না, টানটান রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের সাদা অংশ ভালভাবে ফেটিয়ে নিন যাতে ফেনা হয়। প্রোটিনে ভরপুর ডিমের সাদা অংশ ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে বলিরেখা দেখা যাবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গোলাপ জল ফেস টোনার হিসেবে দারুণ উপকরণ। ত্বক আর্দ্র রাখতে, ত্বকের যাবতীয় জ্বালাভাব দূর করতে কাজে লাগে এই গোলাপ জল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাড়িতে তৈরি ফেসপ্যাকে মেশান ইয়োগার্ট। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড স্ক্রাবের কাজ করে। ডেড স্কিন সেল ঝরিয়ে দেয়। আর ভিটামিন ই ত্বকের জেল্লা ফেরায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে বলিরেখার সমস্যা রুখতে চাইলে সঠিক পরিমাণে জল খেতে হবে। তাহলে আপনার ত্বক হাইড্রেটেড থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels