জ্বর হলে আমরা কপালে হাত দিয়ে তাপমাত্রা বুঝি।
থার্মোমিটার থাকলে তা বগলে বা জিভের তলায় দিয়ে তাপমাত্রা মাপি।
কিন্তু জানেন কি শরীরের কোথায় থার্মোমিটার রাখলে সঠিক তাপমাত্রা জানা যায় ?
অনেকে বলেন জিভের তলায় সঠিকভাবে জ্বর মাপা যায়।
বাচ্চাদের ক্ষেত্রে পায়ুদ্বারের তাপমাত্রা একেবারে সঠিক নির্দেশ দেয়।
কিন্তু চিকিৎসকের মতে, আমাদের কপাল সঠিক তাপমাত্রা জানান দেয়।
কপালে হাত দিলে জ্বর বোঝা যায় কতটা।
থার্মোমিটারের সেন্সর একেবারে সোজাসুজি কপালে ধরলেও সঠিক তাপমাত্রা দেখায়।
তথ্যসূত্র: ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক রিল থেকে