সাধারণ সাক্ষাৎ হোক
বা অফিসে হাজিরা


ঘড়ি ধরে প্রতি মুহূর্তে
চলেন কেউ কেউ


কেউ কেউ আবার সময়ের
কাজ সময়ে করতে পারেন না


সময়ানুবর্তী হতে কিছু
নিয়ম অবশ্যই মেলে চলুন


প্রথমেই নিজের রুটিন
সাজিয়ে ফেলুন


কখন বেরোবেন, কখন
পৌঁছবেন ঠিক করে রাখুন


আগে থেকে সব প্রস্তুত রাখুন,
শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে হবে না


বাড়তি সময় হাতে রাখুন, যাতে
বিচ্যুতি হলে পুষিয়ে দেওয়া যায়


প্রত্যেক কাজের জন্য
নির্দিষ্ট সময় বরাদ্দ করুন


কী কারণে দেরি হয় আগে
সেগুলি চিহ্নিত করা জরুরি


শেষ মুহূর্তের জন্য কোনও
কাজ ফেলে রাখবেন না


সময়ানুবর্তী হতে পর্যাপ্ত
ঘুম অবশ্যই জরুরি


এতে অবসন্নতা আসবে না,
চনমনে থাকতে পারবেন