পর্যাপ্ত খাবার না পেলে শরীর তার নিজস্ব কাজ করতে পারে না, হজম সহ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়
abp live

পর্যাপ্ত খাবার না পেলে শরীর তার নিজস্ব কাজ করতে পারে না, হজম সহ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়

Published by: ABP Ananda
উপোস করে থাকলে বা না খেলে মেটাবলিজ়ম বাড়ে না ফলে ওজন কমার সম্ভাবনাও কমে
abp live

উপোস করে থাকলে বা না খেলে মেটাবলিজ়ম বাড়ে না ফলে ওজন কমার সম্ভাবনাও কমে

Published by: ABP Ananda
ফ্যাট বার্ন হওয়ার পরিবর্তে পেশি ক্ষয় হতে থাকে তাতে এনার্জিও কমে
abp live

ফ্যাট বার্ন হওয়ার পরিবর্তে পেশি ক্ষয় হতে থাকে তাতে এনার্জিও কমে

Published by: ABP Ananda
না খেয়ে থাকলে এনার্জি কমে, লাগাতার এই রুটিনে চললে ক্লান্ত এবং অবসাদগ্রস্ত লাগে
abp live

না খেয়ে থাকলে এনার্জি কমে, লাগাতার এই রুটিনে চললে ক্লান্ত এবং অবসাদগ্রস্ত লাগে

Published by: ABP Ananda
abp live

খালি পেটে থাকলে ক্রেভিং বাড়ে তাতে খাওয়ার সময় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে ঝোঁক বাড়ে

Published by: ABP Ananda
abp live

খাবার না খেলে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বাড়ে একইসঙ্গে হতে পারে পেট ফাঁপার আশঙ্কাও

Published by: ABP Ananda
abp live

খালি পেটে থাকলে তা মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে, তাতে খিটখিটে মেজাজ, উদ্বেগ হতে পারে

Published by: ABP Ananda
abp live

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হতে পারে, তার ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে দ্রুত

Published by: ABP Ananda
abp live

না খেয়ে থাকলে শরীর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং খনিজ পায় না, ফলে অপুষ্টির আশঙ্কা থাকে

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda