কলা খেয়ে ভুলেও
ফেলবেন না খোসা


ত্বকের যত্ন হোক বা
দাঁতের স্বাস্থ্য


কলার খোসা
বেশ উপকারী


প্রাকৃতিক ময়শ্চারাইজার,
ত্বক ভাল রাখে


চটকে চুলে মাখতে
পারেন হেয়ার মাস্ক হিসেবে


দাঁত ও মাড়ির
স্বাস্থ্য রক্ষা করে ঘষলে


কেটে-ছিঁড়ে গেলে, ব়্যাশের
উপর ঘষতে পারেন


কপালে দিয়ে রাখলে
মাথার যন্ত্রণা কমে


পাকা বা পচা কলা
মাটি উর্বর করে


তবে নিজের উপর প্রয়োগের আগে
অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন