লিভার বিগড়োলে রাতেই দেখা যায় এই লক্ষণগুলি, এড়িয়ে গেলেই বিপদ

Published by: ABP Ananda
Image Source: Freepik

এখনকার অনিয়ন্ত্রিত জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস ঝুঁকি বাড়াচ্ছে লিভার ড্যামেজের।

Image Source: Freepik

অনেক সমীক্ষায় দেখা গিয়েছে লিভার ড্যামেজের লক্ষণগুলি দেখা যায় রাতেই।

Image Source: Freepik

কিন্তু অনেকেই এই লক্ষণগুলি এড়িয়ে চলেন।

Image Source: Freepik

রাতে হঠাৎ করে অতিরিক্ত ঘাম হওয়া অন্যতম লক্ষণ।

Image Source: Freepik

লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে জমা টক্সিনের কারণে তাপ নিয়ন্ত্রণে বাধা পায় শরীর।

Image Source: Freepik

রাতে বারবার প্রস্রাবের জন্য ওঠাও অন্যতম লক্ষণ, একে বলে নকচুরিয়া।

Image Source: Freepik

লিভার ক্ষতিগ্রস্ত হলে পিত্ত লবণ শরীরে জমে যায় যা হাত-পা ও সারা শরীরে চুলকানির কারণ হয়।

Image Source: Freepik

শরীরে টক্সিন জমার কারণে পায়ে ক্লান্তিভাব, 'রেস্টলেস লেগ' হয়ে থাকে যা ঘুমে ব্যাঘাত ঘটায়।

Image Source: Freepik