শোওয়ার দোষে হোক

বা বসার ভঙ্গিমার দোষে

Published by: ABP Ananda

প্রায়শই ঘাড়ের ব্যথা

ভোগায় আমাদের

Published by: ABP Ananda

এই ঘাড়ে ব্যথা থেকে

নিষ্কৃতী পান কিছু উপায়ে

Published by: ABP Ananda

একই ভঙ্গিমায় দীর্ঘ ক্ষণ

বসে থাকা উচিত নয়

Published by: ABP Ananda

নিয়মিত স্ট্রেচিং করুন, ঘাড়,

থুতনিও তার মধ্যে পড়ে

Published by: ABP Ananda

ঘুমানোর সময় বালিশ যেন

বেশি উঁচু না হয়

Published by: ABP Ananda

ঘাড়ে খুব ব্যথা হলে,

ঘাড় যদি ফুলেও থাকে

Published by: ABP Ananda

সেক্ষেত্রে নিজে চিকিৎসার

পরিবর্তে ডাক্তার দেখান

Published by: ABP Ananda

দীর্ঘ ক্ষণ স্ক্রিনের দিকে

তাকিয়ে থাকবেন না

Published by: ABP Ananda

প্রতি ২০ মিনিট অন্তর

২০ ফুট দূরত্বে সরে যান

Published by: ABP Ananda

নিয়মিত ধ্যান করুন,

যোগ ব্যায়ামেও উপকার মেলে

Published by: ABP Ananda

দীর্ঘক্ষণ বসে কাজ করতে হলে

উপযুক্ত চেয়ার বাছা জরুরি

Published by: ABP Ananda

নিজে নিজে চিকিৎসা না করে

অবশ্যই চিকিৎসক দেখান

Published by: ABP Ananda