চুলে ফ্ল্যাক্সসিড ব্যবহার করলে বাড়বে চুলের জেল্লা। চকচকে, উজ্জ্বল থাকবে আপনার চুল। দূর হবে যাবতীয় ম্যারম্যারে ভাব।



চুলে ফ্ল্যাক্সসিড ব্যবহার করলে দূর হবে রুক্ষ, শুষ্ক ভাব। চুল থাকবে মোলায়েম। চুলে বজায় থাকবে আর্দ্র বা ময়শ্চারাইজড ভাব।



চুলের সঠিক বৃদ্ধিতে এবং নতুন চুল গজানোর ক্ষেত্রেও ফ্ল্যাক্সসিড দারুণ ভাবে কাজ করে। ফ্ল্যাক্সসিডের ব্যবহারে চুল লম্বায় দ্রুত বাড়ে।



অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা রুখতেও কাজে লাগে ফ্ল্যাক্সসিড। এই বীজের ব্যবহারে অল্প বয়সে চুল সাদা হবে না।



এবার দেখে নেওয়া যাক, চুলে আপনি কী কী ভাবে, কোন কোন উপায়ে ফ্ল্যাক্সসিড ব্যবহার করতে পারেন।



ফ্ল্যাক্সসিড তেল চুলে ব্যবহার করলে মজবুত হবে চুলের গোড়া। উন্মুক্ত হবে হেয়ার ফলিকলের মুখগুলি। ফলে গজাবে নতুন চুল।



ফ্ল্যাক্সসিড গরম জলে ফুটিয়ে তৈরি করে নিতে পারেন ফ্ল্যাক্সসিড জেল। এই জেল ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক হিসেবে।



কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে ফ্ল্যাক্সসিড জেল। চুলের রুক্ষ, শুষ্ক ভাব কমাতে কাজে লাগবে।



ফ্ল্যাক্সসিডের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এই বীজ খেলেও অনেক উপকার পাবেন চুলের ক্ষেত্রে।



ফ্ল্যাক্সসিড জলে ভিজিয়ে রেখে খেতে পারেন। স্মুদি কিংবা ইয়োগার্টের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। সার্বিক ভাবে উন্নত হবে চুলের স্বাস্থ্য।