প্রস্রাবে ফেনা ? কী হচ্ছে শরীরে জানেন ?
abp live

প্রস্রাবে ফেনা ? কী হচ্ছে শরীরে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Freepik
অনেকেই দাবি করেন তাদের প্রস্রাবের সঙ্গে ফেনা আসে অনেক।
abp live

অনেকেই দাবি করেন তাদের প্রস্রাবের সঙ্গে ফেনা আসে অনেক।

Image Source: Freepik
প্রাথমিকভাবে এই ফেনা হওয়া নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।
abp live

প্রাথমিকভাবে এই ফেনা হওয়া নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।

Image Source: Freepik
প্রস্রাবের এই ফেনার পিছনে অনেক কারণ আছে।
abp live

প্রস্রাবের এই ফেনার পিছনে অনেক কারণ আছে।

Image Source: Freepik
abp live

প্রথমত মনে হয় প্রস্রাবের গতি বেশি থাকায় এই ফেনা দেখা দেয়।

Image Source: Freepik
abp live

অনেক সময় জল কম খাওয়ায় প্রোটিন মিশে যায় এই প্রস্রাবে।

Image Source: Freepik
abp live

আর প্রোটিনের কিছু বিশেষত্বের কারণে প্রস্রাবের সঙ্গে ফেনা দেখা যায়।

Image Source: Freepik
abp live

প্রস্রাবের মাধ্যমে অধিক মাত্রায় অ্যালবুমিন নির্গত হলে ফেনা হয়।

তবে দীর্ঘদিন ধরে এই ফেনা দেখা দিলে সতর্কতা জরুরি।

Image Source: Freepik
abp live

এটি প্রোটিনিউরিয়ার লক্ষণ হতে পারে।

এটি কিডনির রোগের প্রাথমিক লক্ষণ।

Image Source: Freepik
abp live

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik