কিশমিশ ভেজানো জল খালি পেটে খাওয়ার অনেক গুণ রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Freepik

আজকালকার দৌড়-ঝাঁপের জীবনে শরীরে শক্তি ও পুষ্টি জোগানো দুষ্কর।

Image Source: Freepik

তবে বেশ কিছু ব্যক্তিদের জন্য এই কিশমিশ ভেজানো জল অনেক উপকারী।

Image Source: Freepik

যাদের ইমিউনিট অনেক দুর্বল, তাদের জন্য দারুণ উপকার দেয় কিশমিশ ভেজানো জল।

Image Source: Freepik

এতে রয়েছে ভরপুর ভিটামিন সি।

Image Source: Freepik

তাছাড়া শরীরে আয়রনের মাত্রা কমে গেলে এই টোটকায় কাজ দেবে।

Image Source: Freepik

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো জল খেলে লোহিত কণিকার উৎপাদন বেড়ে যায়।

Image Source: Freepik

শরীরের ডিটক্সের জন্যও এটি খুব উপকারী।

Image Source: Freepik

সময়ে সময়ে অজান্তেই শরীরে টক্সিন জমে যায়, তার কারণে বাড়ে সমস্যা।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik