ব্যাড কোলেস্টেরল (এলডিএল)- এর মাত্রা শরীরে বাড়লে সবার আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার প্রবণতা দেখা যায়।



কিন্তু ব্যাড কোলেস্টেরল শুধুমাত্র হার্টের বা হৃদযন্ত্রের সমস্যাই তৈরি করে না। বেশ কিছু সমস্যা দেখা দেয় ত্বকেও।



শরীরে ব্যাড কোলেস্টেরল বাড়লে সবসময় ত্বকে স্পষ্ট ভাবে উপসর্গ দেখা যায় না। তবে মাঝে মাঝে লক্ষ্য করা যায়।



ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়লে ত্বকে কী কী সমস্যা হতে পারে সেগুলি জেনে নিন। তাহলে বিপদ বুঝতে সুবিধা হবে। সতর্ক হতে পারবেন।



ব্যাড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে ত্বকের রং পরিবর্তন হতে পারে। হলদে বা কমলা ছোপ দেখা দিতে পারে।



ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়লে ফ্যাটি অ্যাসিডের লাম্প তৈরি হতে পারে আপনার ত্বকে। অতএব খেয়াল রাখা জরুরি।



ত্বকে আলসার হওয়ার অন্যতম কারণ ব্যাড কোলেস্টেরল। এলডিএল- এর মাত্রা বাড়লে ত্বকে আলসারের প্রবণতা দেখা দিতে পারে।



ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়লে চোখের নীচে হালদে ছোপ দেখা দিতে পারে। একটা হলুদ স্তর দেখা দিতে পারে চোখের নীচের অংশে।



ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়লে ত্বক খুব রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। এছাড়াও দেখা দিতে পারে র‍্যাশ।



ব্যাড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে ত্বকে সাংঘাতিক ভাবে চুলকানি দেখা দিতে পারে। এই লক্ষণ অবহেলা না করে, সতর্ক থাকুন।